মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার ফাইনালে প্রতিপক্ষ ভারত।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশি নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল করা ১৩০ রানের জবাবে ৬০ রানে থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। স্বাগতিকদের বিপক্ষে ৭০ রানের সহজ জয় পায় বাংলাদেশ।
Read More News
বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা। উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশার ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। শেষ দিকে ১২ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশ ১৩০ রানের সংগ্রহ এনে দেন ফাহিমা।
স্বাগতিকদের পক্ষে অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গাম সর্বোচ্চ ১৭ রান করেন।
রোববার ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশ সময় দুপুর বারোটায় শুরু হবে ম্যাচটি।