মুক্তির আগেই শাকিব খানের পাঙ্কু জামাই ছবিটিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ সেই ছবির পোস্টারে শাকিবের গলা কেটে বসানো হয়েছে। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের পাঙ্কু জামাই।
জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ‘কৃষ্ণার্জুনা যোদ্ধাম’ নামে একটি তামিল সিনেমা মুক্তি পায়। সেই ছবিটির প্রধান চরিত্র নানীর শরীরেই শাকিব খানের গলা কেটে বসানো হয়েছে।
Read More News
পাঙ্কু জামাই ছবিটি শাকিব খানের অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে করা সর্বশেষ ছবি। শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। আর প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার।
CoinWan Latest Banlga Newspaper