নক আউট পর্বে জায়গা করে নিলো ব্রাজিল। একের পর এক আক্রমণে সার্বিয়ার রক্ষণকে দিশেহারা করেছেন নেইমার, কৌতিনহো, জেসুসরা। টিকে থাকতে জয়ের বিকল্প ছিলো না সার্বিয়ার। প্রথমার্ধের ৩৬ মিনিটে পাওলিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ায় সার্বিয়া। তবে কোলারভদের সব প্রচেষ্টায় মুখ থুবড়ে পড়েছে ব্রাজিল রক্ষণে। সহজ কিছু সুযোগও অবশ্য মিস করেছে সার্বিয়া।
ম্যাচের ৬৭ মিনিটে নেইমারের কর্নার কিক থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। ২-০ গোলে পিছিয়ে পড়ে ছন্দ হারায় সার্বিয়া। এগিয়ে থেকেও গোলের জন্য মরিয়া ছিলো ব্রাজিল। বেশ কিছু নেইমাররা বেশি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বড় হতে পারতো।
Read More News
শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
হেক্সা জয়ের মিশনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শীর্ষ ষোলতে জায়গা করে নিলো ব্রাজিল।
CoinWan Latest Banlga Newspaper