নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে সাভারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন নতুন সেনাপ্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় তার সঙ্গে ছিলেন।
Read More News
তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন আজিজ আহমেদ। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
CoinWan Latest Banlga Newspaper