জিতের ‘সুলতান’ ছবিটি আগামী ৬ জুলাই বাংলাদেশে মুক্তি পাবে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এই ছবির আমদানিকারক ও পরিবেশক। জিতের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম।
এদিকে ছবিটি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেও এখনো সেন্সর বোর্ডে জমা পড়েনি। সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেন, ‘আমরা শুনেছি ছবিটি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। যে কারণে ছবিটি এখন বাংলাদেশে মুক্তি পাওয়ার প্রক্রিয়ায় আছে। কিন্তু ছবিটি বাংলাদেশে প্রদর্শনযোগ্য কি না, তা এখনই বলতে পারছি না। বিষয়টি সেন্সর বোর্ডে আমরা দেখব। যদি কোনো সমস্যা না থাকে, তবে বাংলাদেশে মুক্তি পেতে বাধা থাকবে না।’
Read More News
‘সুলতান’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। ছবিটি প্রযোজনা করেছে নায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্ম ওয়ার্কস। ঈদে ছবিটি যৌথ প্রযোজনার ছবি হিসেবে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু যৌথ প্রযোজনার নিয়ম না মানায় ছবিটি ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি।
CoinWan Latest Banlga Newspaper