বাংলাদেশের ব্রাজিল ফুটবল দলের ভক্তদের মধ্যে বিরাজ করছে বিরাট উত্তেজনা। তারই ধারাবাহিকতায় ব্রাজিল ভক্তদের জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও।
সেখানে থাকছেন চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা মিশা সওদাগর। ক’দিন আগে এফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে।
Read More News
সম্প্রতি পরিবারসহ আমেরিকা পাড়ি দিয়েছেন মিশা। ফিরবেন ঈদের পর। বিশ্বকাপ নিয়ে নির্মিত মিউজিক ভিডিও নিয়ে মিশা সওদাগর জানান, এবারের বিশ্বকাপ ফুটবল আর ঈদ একইসঙ্গে। ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। আমি ব্যক্তিগত ভাবেও একজন খেলায়ার ছিলাম। অন্যদিকে আমিও ব্রাজিলের অনেক বড় ফ্যান। নিজের ভালোলাগা থেকেই এই কাজটি আমি করেছি। আশাকরি সবার ভালো লাগবে।
গানের কথা লিখেছেন আকাশ নিবির। শাহিন ওয়াহিদের সংগীত পরিচালনায় এই গানে কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ডের ভোকালিষ্ট ক্যাপ্টেন ও ক্লোজআপ তারকা সাজু আহমেদ।
শুধু মিশা নন, গানের ভিডিওতে অংশ নিয়েছেন চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, অভিনেত্রী বিপাশা কবির, মডেল জারা, দিয়াসহ অনেকেই।
আসন্ন বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে ব্রাজিলের প্রমোশনাল গানটি লাইভ টেকনোলজিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হবে। শিগগির গানটি প্রকাশ হবে জানা যায়।
CoinWan Latest Banlga Newspaper