রাশিয়া বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে দিয়েছে সুইডেন। ৩-০ গোলের দারুণ জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে সুইডিশরা।
মেক্সিকো-সুইডেন ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন দুই দলের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মেক্সিকোর রক্ষণভাগে চড়াও হয় ৫০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন আগুস্টিনসন। ৬২ মিনিটে সুইডেনের দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। মোক্ষম গোলের সুযোগটি নষ্ট করেননি গ্রানভিস্ট। আর ৭৪ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন মেক্সিকোর ডিফেন্ডার আলভারেজ। শেষপর্যন্ত এই ৩-০ গোলের জয় দিয়েই নকআউট পর্বে পা রেখেছে সুইডেন।
Read More News
‘এফ’ গ্রুপে সুইডেন ও মেক্সিকো- দুই দলই পেয়েছে দুটি করে জয়। হেরেছে একটিতে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন। আর মেক্সিকো রানারআপ।
গতবারের শিরোপাজয়ী জার্মানি জায়গা করে নিতে পারেনি তৃতীয় স্থানটিতেও। সেখানে আছে দক্ষিণ কোরিয়া।
CoinWan Latest Banlga Newspaper