রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছে মেক্সিকো। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দ. কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের শেষ ষোল’র পথ সুগম করলো মেক্সিকানরা। এর আগে, বিশ্বকাপের প্রথম জয়টি জার্মানির বিপক্ষে। অন্যদিকে, টানা দুই হারে পয়েন্টশূণ্য থেকে বিশ্বকাপ থেকে নিজেদের বিদায়ঘণ্টা বাজালো কোরিয়া।
Read More News
গ্রুপের অপর দুই দলের প্রথমটি জার্মানি এখনও কোন পয়েন্ট পায়নি। যদিও তাদের গ্রুপ পর্বে দু’টি ম্যাচ হাতে আছে। আর দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের পয়েন্ট ৩।
CoinWan Latest Banlga Newspaper