সানিকে একঝলক কাছ থেকে দেখার জন্য যারা পাগল, তাদের জন্য সুবর্ণ সুযোগ৷
জানা গেছে, ভক্তের সঙ্গে ২ ঘন্টা নাকি সময় কাটাবেন সানি৷তবে তার জন্য পকেট একটু হালকা করতে হবে৷ কে সময় কাটাবেন তা নির্ধারণ করতে নিলামের আয়োজন করা হবে। লাঞ্চ নিলাম! এই নিলামে যে যত বেশি টাকা দিবেন সে পাবেন সানির সঙ্গে ২ ঘন্টা লাঞ্চের সুযোগ।
সানি এ ধরণের অফার দিয়েছেন তিনি চ্যারিটির কাজের সঙ্গে যুক্ত৷ আর এই চ্যারিটির কাজে তার টাকার প্রয়োজন। তাই এই অভিনব আয়োজন৷ টার্গেট প্রায় ১.৬৮ লক্ষ টাকা৷ যে নিলাম জিতবে সানির সঙ্গে ফ্রিতে লাঞ্চ খেতে পারবে। তার সাথে একটি ছবি তুলেতে পারবেন। সঙ্গে নিতে পারবেন অটোগ্রাফও। তবে ১৮ বছরের কম বয়সিরা এতে অংশ গ্রহণ করতে পারবে না।
CoinWan Latest Banlga Newspaper