আগামী ২০ জুলাই শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে কলকাতার জিৎ ও বাংলাদেশের মিম অভিনীত জাজের আমদানিকৃত ছবি “সুলতান”।
রোববার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল জিৎ ও মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান’। কলকাতায় ছবিটি রোজার ঈদে মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই শুক্রবার। শতাধিক হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রাজা চন্দ পরিচালিত ‘সুলতান’ ছবিতে জিৎ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন আমান রেজা, প্রিয়াঙ্কা, তাসকিনসহ অনেকেই।
Read More News
এ সম্পর্কে ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মনে করেন, ওপার বাংলার দর্শকদের মতো বাংলাদেশের দর্শকরাও ছবিটি ভালো ভাবে গ্রহণ করবে।
CoinWan Latest Banlga Newspaper