টাইব্রেকারে স্পেনকে হারিয়েছে স্বাগতিক রাশিয়া। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ ব্যবধানে সমতা থাকায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে গোলরক্ষক ইগর আকিনফিভের নৈপুণ্যে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে স্বাগতিকরা। ফলে ৪-৩ গোলে হেরে নকআউট পর্ব থেকেই বিদায় নিল স্পেন।
Read More News
টাইব্রেকারে প্রথম চারটি শুটআউটেই গোল আদায় করে নেয় রাশিয়া। তবে স্পেনের কোকে এবং ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ। ফলে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
CoinWan Latest Banlga Newspaper