যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চলমান যুক্তরাজ্য ভ্রমণে একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন। এর মাঝেই যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে উইন্ডসর প্রাসাদে দেখা করতে গিয়ে আরেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
শুক্রবার উইন্ডসর ক্যাসেলে রানির সঙ্গে এক সাক্ষাতের উদ্দেশে গিয়ে রয়্যাল গার্ড অব অনার পরিদর্শনের সময় রীতি অনুযায়ী রানির নেতৃত্বে হাঁটার কথা থাকলেও ট্রাম্প রানিকে পেছনে ফেলে একা একাই সামনে হেঁটে যেতে থাকেন।
Read More News
পাশাপাশি হাঁটার বদলে ট্রাম্প বেখেয়ালে রানির সামনে চলে গেছেন। এতটাই সামনে যে শেষে নিজেই বিব্রত হয়ে থমকে দাঁড়িয়ে যান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। দাঁড়ালেন তো দাঁড়ালেন সেও রানির পথ আগলে। শেষমেশ বাধ্য হয়ে রানি প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশ কাটিয়ে বেরিয়ে আসেন। পুরো ব্যাপারটাই রানির জন্য অসম্মানজনক ও বিব্রতকর।
এ ঘটনাকে মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাজ্যের মানুষ ও গণমাধ্যম। কোথাও কোথাও একে রাজকীয় রীতি ভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পকে গালমন্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো নিন্দার ঝড় বয়ে যাচ্ছে ।
CoinWan Latest Banlga Newspaper