নেদারর্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ডেল্টা প্ল্যান সংক্রান্ত বিষয়াবলী, নারীর ক্ষমতায়ন এবং রোহিঙ্গা ইস্যু উভয়ের আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানকে আরো কার্যকর করার জন্য পানি থেকে জমি উদ্ধার এবং নদী খননের ওপর গুরুত্বারোপ করেন।
Read More News
তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ নদীই উজান থেকে পলি বহন করে আনে, ফলে নদীর নাব্যতা কমে যায়। কাজেই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নদী খনন খুবই গুরুত্বপূর্ণ।
নেদারল্যান্ডের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নদী খননের উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্যই এটা উপকারী হবে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নৌপথগুলো সক্রিয় করে সড়ক পথের ওপর চাপ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছে।
নেদারর্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত এ সময় তার দায়িত্ব পালনকালে সব রকমের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশে তার অবস্থানের সময়টি তিনি খুবই উপভোগ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রধানমন্ত্রীর সাামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।