বরগুনার নদীগুলোতে বেড়েছে জোয়ারের পানি। পানির চাপে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বসতি এলাকাগুলোতে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। নষ্ট হতে চলেছে জমির ফসল। এ অবস্থা চলতে থাকলে সম্ভাবনা রয়েছে আরো বেশ কিছু স্থানে বাঁধ ভেঙে যাওয়ার। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ মেরামতে ইতোমধ্যে মাঠে নেমেছেন তারা।
এলাকাবাসীরা জানান, ঘেরের মাছ ভেসে গেছে। রাস্তাঘাট ডুবে গেছে। রান্নাও করতে পারছিনা।
এদিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে নদীপাড়গুলোর আরো ১৫টি স্থান। এর অর্ধেকটা বিধ্বস্ত হয়েছে ইতোমধ্যে। জোয়ারের পানির চাপ স্থায়ী হলে তাও চলে যাবে নদীগর্ভে।
Read More News
বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ৫-৬ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ এবং ভাঙ্গন কবলিত হয়েছে। এই জায়গাগুলোতে জরুরী ভিত্তিতে মেরামত করে বন্যা নিয়ন্ত্রণ করে যানমাল রক্ষা করার চেষ্টা করছি।
CoinWan Latest Banlga Newspaper