নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সিটি নির্বাচন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন ।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গঠিত টিম সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
Read More News
সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রও প্রশ্নবিদ্ধ হয়। এ জন্য গণতান্ত্রিক দেশে সুষ্ঠু ভোট হওয়া প্রয়োজন। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এ জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। ভোট কেন্দ্রে কারও অবাঞ্ছিত প্রবেশ, জালভোট ও ব্যালট ছিনতাইয়ের মতো কোনো ঘটনা বরিশালে দেখতে চাই না।
সভায় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার নুরুল অালম, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, র্যাব -৮ এর সিইও আতিকা ইসলাম, জেলা প্রশাসক হাবিবুরব রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা।