নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়নও হয়েছে তারা। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।
আইরিশ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের সংগ্রহ হয় ১২২ রান।
এরপর ১২৩ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় আইরিশরা। বোলারদের মধ্যেও উজ্জ্বলতম ছিলেন পান্না ঘোষ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরু থেকেই জড়িয়ে আছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন।
Read More News
এবার বড় মঞ্চে ছড়ালেন আলো। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ফাইনালে এই পেসার নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট!
আজকের খেলায় তৃতীয় ওভারে দলকে প্রথম উইকেট এনে দেন পেসার জাহানারা আলম। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আরেক পেসার পান্না ঘোষ এক ওভারেই নেন দুই উইকেট।
লড়াইয়ের চেষ্টা করেছিলেন গ্যাবি লুইস। তাকে ২৬ রানে ফেরান রুমানা আহমেদ। নাহিদা আক্তার ও রুমানার স্পিনে দ্বাদশ ওভারে ৫৪ রানেই আয়ারল্যান্ড হারায় ৬ উইকেট। প্লেয়ার অব দা ম্যাচ পান্না ঘোষ।