রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। মাঠে কাঁদলেন নেইমাররা। ২-১ গোলের জয় নিয়ে শেষ হাসি হাসলেন বেলজিয়াম।
কাজানে অনুষ্ঠিত এ ম্যাচের ১৩ মিনিটে বেলজিয়াম এগিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কম্পানির হেডে ব্রাজিল ডিফেন্ডার ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে জালে জড়ায় বল (১-০)।
বেলজিয়ামের ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন কেভিন ডি ব্রুয়ইয়ান। ৩১ মিনিটে তিনি লক্ষ্যভেদ করেন তিনি। লুকাকুর বড়ানো বল ধরে বক্সের সামনে থেকে চমৎকার শটে জালে পাঠান বল (২-০)।
Read More News
অবশ্য ব্রুয়ইয়ানের দুর্দান্ত শট ব্রাজিল গোলরক্ষকের রোখার সাধ্য ছিল না বললেই চলে। এটি আসরের অন্যতম সেরা গোল বললেও ভুল বলা হবে না।
ম্যাচের ৭৬ মিনিটে ব্রাজিল একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় (১-২)। কুতিনহোর চমৎকার ক্রসে বদলি খেলোয়াড় রেনাটো অগাস্টো দারুণ হেডে গোল করে দলকে খেলায় ফেরানোর কিছুটা চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি।
সবচেয়ে বেশি প্রশংসা পেতে পারেন বেলজিয়াম গোলরক্ষক থিবাউট কর্টুইস। তিনি ব্রাজিলের অসংখ্য আক্রমণ রুখে দিয়েছেন। দলকে সেমিতে নিয়ে যেতে রেখেছেন মূল্যবান অবদান।
CoinWan Latest Banlga Newspaper