ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের আন্ধেরি স্টেশনের কাছে রেলওয়ে ট্র্যাকের উপর ভেঙে পড়েছে গোখলে ওভারব্রিজ। মঙ্গলবার সকালে সেতুটি ধসে পড়েছে বলে জানা যায়।
মুম্বাই পুলিশ জানায়, গোখেলি ব্রিজের একটি অংশ যা আন্ধেরির পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করেছে, সেই অংশটুকু ধসে পড়েছে। এতে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের উপরে টানানো তারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে পুলিশ জানায়।
ব্রিজের ধ্বংসাবশেষের নিচে এক ব্যক্তি আটকা পড়েছে জানান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য কিরিত সোমাইয়া।
Read More News
ব্রিজ ধসের কারণে আন্ধেরি ও ভিলেপার্লের মধ্যে চলাচলের পশ্চিম সুবুরবন লোকাল ট্রেন লইনটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।
CoinWan Latest Banlga Newspaper