পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার ২৯টি পশুর হাট বসবে। হাটের বাইরে আবাসিক এলাকা ও সড়কে পশু বেচাকেনা করা যাবে না। পশুবাহী গাড়ির সামনে হাটের নাম লেখা থাকবে। ওই গন্তব্য ছাড়া পশুবাহী গাড়ি অন্য কোথাও থামানো যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট ঈদ হতে পারে। ঈদ উপলক্ষে ঈদগাহ ও কোরবানির পশুর হাট আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে থাকবে। প্রতিটি পশুর হাটে একটি করে পুলিশ ক্যাম্প থাকবে। ঈদের আগের দিন অর্থাৎ আগামী ২১ আগস্ট শিল্প এলাকাগুলোর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কোরবানির পশুর হাট ও গার্মেন্টস মালিকদের বেতন আনা নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিবে।
Read Our More News
আজ রোববার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।