‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে হত্যা মামলায় তাঁর শ্বশুর আবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পাবনার বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক মো. রাশেদ হোসাইন এ আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আর আসামির জামিন আবেদন করেন তাঁর আইনজীবিরা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
Read More News
গত মঙ্গলবার রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা। ঘটনার পরদিন বুধবার নিহত সাংবাদিকের মা মজির্না বেগম বাদী হয়ে সুবর্ণা নদীর সাবেক শ্বশুর ও সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওইদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এদিকে মামলার অন্যতম আসামি নদীর সাবেক স্বামী রাজিব হোসেন এখনও পলাতক।
CoinWan Latest Banlga Newspaper