দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধের মধ্যে এবার মহাসড়ক অবরোধ করেছেন যানবাহন শ্রমিকরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বাস ভাঙচুর না করা এবং যানবাহন শ্রমিকদের জীবনের নিরাপত্তার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ অবরোধ করেছেন তারা।
Read Our More News
বুধবার সকাল ৭টা থেকে অবরোধের কারণে ঢাকা থেকে নারায়ণগঞ্জ দিয়ে কোনো বাস যেমন যেতে পারছে না, তেমনি নারায়ণগঞ্জ অতিক্রম করে কোনো বাস ঢাকায় প্রবেশ করতে পারছে না। এতে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper