শ্রাবন্তীর আপকামিং ছবি ‘যদি একদিন’। আর এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। এই ছবির প্রচারণার অংশ হিসেবে তাহসানের সঙ্গে ছবি তুলেছেন তিনি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আসছে ‘যদি একদিন’। ছবিতে অভিনয়ে দেখা যাবে শ্রাবন্তী এবং তাহসান রহমান খানকে। ছবিতে অরিত্রী নামের একটি চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। ‘যদি একদিন’ ছবির শুটিং হয়েছে বাংলাদেশে।
শ্রাবন্তী এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার পূর্ব-পুরুষের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা টান রয়েছে। আর এই ছবিটির কারণে বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। এর আগেও দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন এ নায়িকা। তবে এবার শুধুমাত্র বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করেছেন তিনি।
Read Our More News
তাহসান ছাড়াও এই ছবিতে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমানকে।