মোস্তফা সরয়ার ফারুকীর ‘আয়েশা’ নামের এই দুই পর্বের নাটকে অভিনয় করেছেন আরজে মম।
নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এবং ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।
এ প্রসঙ্গে মম বলেন, আগে থেকেই ফারুকী ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। প্রথম ফারুকী ভাইয়ের পরিচালনায় একটা বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছিলাম যেটি অনেক জনপ্রিয় হয়। ফারুকী ভাইয়ের টিমে কাজ করার ফলে আমি নিত্য-নতুন অনেক কিছু শিখতে পারছি যা আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করছে।
Read More News
মিডিয়াতে অনেকদিন ধরেই কাজ করছেন আরজে মম। এফএম রেডিওতে তার শো’গুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।
CoinWan Latest Banlga Newspaper