বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে দীপিকা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মাস দুই পর তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। কিন্তু তার আগেই লাস্যময়ী দীপিকা বিকিনি ফটোশ্যুটের মাধ্যমে চমক দেখিয়েছেন। যেখানে সাদা কালো ছবিতে সাইবার দুনিয়ার চমক দেখিয়েছেন এই অভিনেত্রী।
Read More News
বিয়ের আগে ১০ দিন ধরে মেয়ে-জামাইয়ের মঙ্গলের জন্য পুজা রাখতে চান দীপিকার মা। মায়ের সেই ইচ্ছেকে সম্মান জানাতেই রনবীর সিং-দীপিকার বিয়ের সেলিব্রেশন শুরু হচ্ছে ১০ দিন আগে থেকেই।
জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহতেই পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন রনবীর সিং। সেখানেই করা হবে পুজোর আয়োজন। তারপরই ম্যারেজ ডেস্টিনেশন ইতালিতে উড়ে যাবেন তারা।
CoinWan Latest Banlga Newspaper