সম্প্রতি বলিউড নায়িকাদের গোপন ভিডিও ফাঁস হয়েছিল এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সেখানে উল্লেখ রয়েছে, তাঁদের কখনও তা ইচ্ছাকৃত হয়েছিল আবার কখনও নায়িকারা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিলেন এই গোপন ভিডিও থেকে। চলুন জেনে নিই সে সম্পর্কে:
১. অমর সিং ও বিপাশা: সাল ২০১১। সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অশ্লীল কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস হয়ে যায়।
Read More News
২. রিয়া সেন ও অস্মিত প্যাটেল: এই ভিডিওটিতে প্রায় ৯০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে অস্মিত ও রিয়াকে অনেক ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল।
৩. কঙ্গনা রানাওয়াত ও আদিত্য পাঞ্চোলি: বলিউডে আদিত্যর হাত ধরেই কঙ্গনা রানাওয়াত এসেছিলেন বলিউড পাড়ায়। এক সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন আদিত্য নাকি তাঁকে শারীরিকভাবে অনেক হেনস্থা করেছেন।
৪. পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী প্রীতি জৈন: পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে উঠতি অভিনেত্রী প্রীতি জৈন ধর্ষণের অভিযোগ এনেছিলেন।
CoinWan Latest Banlga Newspaper