আরবাজ খানের বিচ্ছেদের পর ছেলে আরহানকে নিয়ে ইতিমধ্যেই খান বাড়ি ছেড়েছেন মালাইকা। বিচ্ছেদের পর এবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান।
এক বিদেশী নারী জর্জিয়া এন্দ্রিয়ানি সঙ্গে সাতপাকে বাঁধতে চলেছেন আরবাজ খান। সেই নারীর সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে আরবাজ খানকে।
Read Our More News
সালমান-আরবাজ খানের বোন অর্পিতা খান শর্মার জন্মদিনের পার্টিতেও দেখা যায় জর্জিয়াকে। পাশাপাশি মাঝে মধ্যে খান বাড়িতেও নাকি দেখা মিলেছে জর্জিয়ার। সেই সঙ্গে গত ৪ অগাস্ট আরবাজ খানের জন্মদিনেও শুভেচ্ছা জানান জর্জিয়া। এবং তাকে ‘রকস্টার’ বলেও উল্লেখ করেন এই মডেল। সবকিছু মিলিয়ে জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, খান বাড়ির তরফ থেকে নাকি ইতিমধ্যেই আরবাজ এবং জর্জিয়ার সম্পর্কে সিলমোহর দেওয়া হয়েছে। আর সেই কারণেই নাকি দ্রুতই বিয়ে করারও পরিকল্পনা করছেন তারা। কবে জর্জিয়ার সঙ্গে আরবাজের সম্পর্ক পরিণতি পাবে, সে বিষয়ে স্পষ্ট করে জানা যায়নি কিছু।
CoinWan Latest Banlga Newspaper