ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় জীবনের বিশেষ মুহূর্তগুলো এখন ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় এবার নিজের একান্ত মুহুর্তের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই নায়িকা। যা ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে।
অবকাশ যাপনের জন্য কয়েকদিন আগে উড়াল দেন সিঙ্গাপুরে। তার সেই ভালোলাগার মুহুর্তের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। সর্বশেষ তিনি সিঙ্গাপুরের পালাবান সমুদ্র সৈকতে কিছু ছবি আপলোড করেন। এর পর পরই অসংখ্য লাইক-কমেন্টস ভরে যায় তার ফেসবুক ওয়াল।
Read Our More News
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘শুধু তো অভিনয় করলে হবে না, নিজের প্রতি ভালোবাসাটাও জরুরি। সিঙ্গাপুরের সুন্দর স্থানগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি। আগামীকাল রাতেই ঢাকায় ফিরতে পারি।’
CoinWan Latest Banlga Newspaper