র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে দায়িত্ব নিয়েছেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম।
সম্প্রতি প্রেষণে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে পদায়ন হলেও গতকাল মঙ্গলবার র্যাব সদর দপ্তরে তিনি দায়িত্ব নেন। কর্নেল জাহাঙ্গীর সদ্য বিদায়ী কর্নেল আনোয়ার লতিফ খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
Read More News
কর্নেল জাহাঙ্গীর গত ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর ২৯তম বিএমএ লং কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন এবং চাকরির ধারাবাহিকতায় তিনি গত ১১ জানুয়ারি কর্নেল পদে পদোন্নতি পেয়ে ১৯ পদাতিক ডিভিশন, ঘাটাইল সেনানিবাসে কর্নেল স্টাফ হিসেবে নিযুক্ত ছিলেন। কর্নেল জাহাঙ্গীর ইতিপূর্বে র্যাব-১১ এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
CoinWan Latest Banlga Newspaper