খালেদা জিয়া কেন শুনানিতে অংশ নিতে চাইছেন না, সে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁর দুই আইনজীবীকে কারাগারে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে, নাকি অন্য কোনো কারণে মামলার যুক্তিতর্কে অংশ নিতে চাইছেন না সাক্ষাৎ করে দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া সেটি জেনে আসবেন। একটি আবেদনের শুনানি শেষে আদালত বলেছেন, তাঁরা জেল কোড অনুযায়ী সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পাবেন।
Read More News
আজ বৃহস্পতিবার দুপুরে কারাগার চত্বরে আদালত স্থাপনের পর তৃতীয় দিনের মতো শুনানি হয়। শুনানির শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে এই আবেদন দাখিল করেন। পরে তার ওপর শুনানি হয়। আদালত আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন বিচারক ড. মো. আক্তারুজ্জামান।
আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে বরাবরের মতো আজও সকাল থেকেই ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ওই এলাকার বাসিন্দাদের কড়া তল্লাশির মধ্য দিয়ে যাতায়াত করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল পৌনে ১১টার দিকে ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এজলাসে প্রবেশ করেন। এর কিছু আগে সেখানে আসেন খালেদা জিয়া, দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সাংবাদিকরাও মোবাইল রেখে আদালতে প্রবেশ করেন।
CoinWan Latest Banlga Newspaper