শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ জন্মদিন। এ উপলক্ষে অপু বিশ্বাস সারাদিন খুব ফুরফুরে আছেন। জন্মদিনের উপহার হিসেবে ছেলের জন্য একটি টয়োটা গাড়ি কিনেছেন।
অপু বিশ্বাস বলেন, জয়ের দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে গাড়িটা কিনেছি। এটা ওর জন্মদিনে আমার পক্ষ থেকে উপহার। জয় সুন্দরভাবে বেড়ে উঠুক এটাই আমার চাওয়া।
অপু বিশ্বাস ফেসবুক পেজে লিখেছেন, ভালো কিংবা খারাপ যেকোনো সময়ে তোমার পাশে থাকব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বড় ভক্ত হয়ে থাকব। খুব যত্ন করে আগলে রাখব তোমাকে। শুভ জন্মদিন প্রিয় পুত্র আব্রাম খান জয়।
Read More News
২০০৮ সালে ১৮ এপ্রিল শাকিব ও অপুর বিয়ে হয়েছিল। দীর্ঘদিন গণমাধ্যমের কাছে এই খবর আড়াল করে রেখেছিল ঢালিউডের জনপ্রিয় এই জুটি। গত বছর একটি টিভি অনুষ্ঠানে ছেলে জয়কে নিয়ে উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস তাঁর গোপন বিয়ের কথা সবাইকে জানান। চলতি বছরের শুরুতে শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
CoinWan Latest Banlga Newspaper