আজ সোমবার বিকেল ৪টা থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ হওয়ায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক গাড়ি। নাব্য সংকটের কারণে নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথের লৌহজং চ্যানেলের মুখে ড্রেজার বসানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সেখানে খননকাজ শুরু হতে পারে।
Read More News
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা জানান, নাব্য সংকট ও লৌহজং চ্যানেল পয়েন্টে ড্রেজিং কাজের জন্য ড্রেজার বসানোয় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ড্রেজিং শুরু হতে পারে।
CoinWan Latest Banlga Newspaper