চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলায় নেমে একেবারেই স্বল্প রানে বেঁধে ফেলে, পরে সহজেই ৮ উইকেটে জয় তুলে নেয়।
দুই দেশের এই লড়াইয়ে উত্তেজনা ছড়াবে, এমনটা যারা আশা করেছিল, তাদের হতাশ হতে হয়েছে। সহজেই জয় তুলে নেয় ভারত।
আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের করা ১৬২ রানের জবাবে ভারত দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
Read More News
দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। উদ্বোধনীতে তারা ৮৬ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের পথ দেখান। রোহিত ৩৯ বলে ৫২ এবং ধাওয়ান ৫৪ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরে গেলেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের কবলে পড়েছিল পাকিস্তান। দলের ঝুলিতে তিন রান যোগ হাতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে তারা। সে ধারাবাহিকতা ছিল পুরো ইনিংসেই।
ইনিংসের দুই রানের মাথায় প্রথমে ইমাম উল হক (২) উইকেট হারিয়ে বসে তারা। আরেক ওপেনার ফখল জামানও (০) দ্রুত সাজঘরে ফিরে যান। তবে বাবর আজম ৪৭ ও শোয়েব মালিক ৪৩ রান করে কিছুটা দৃঢ়তা দেখালেও দলের ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেনি তারা।
কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার তিনটি করে উইকেট নিয়েই মূলত পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান। বুমরাহ পান দুটি উইকেট।
অবশ্য এর আগে দুই দলই একটি করে ম্যাচ জিতে সুপার ফোরে খেলা নিশ্চিত করে। তাই এ ম্যাচটি দুই দলের কাছে ছিল মর্যাদার। আর এই মর্যাদার লড়াইয়ে জিতেছে ভারত।