বিশ্বব্যাংক রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষায় ৫ কোটি ডলার অনুদান দেবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করেন। এই অর্থ রোহিঙ্গাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশাপ্রকাশ করেন, ঢাকায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
Read More News
চিমিয়াও ফান বলেন, বর্তমানে কক্সবাজারে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। যারা নানা রোগে ভুগছেন। অপুষ্টির শিকার বেশির ভাগ রোহিঙ্গা শিশু। এই বিশাল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াতেই এই অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
CoinWan Latest Banlga Newspaper