বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজে বাঁ-হাতের কনিষ্ঠাঙ্গুলিতে চোট পেয়েছিলেন। সেই চোট সারতে না সারতেই বিসিবির অনুরোধে খেলতে রাজি হয়েছেন ঠিকই, তবে বুঝতে পারেননি কব্জি পর্যন্ত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ডাক্তার জানিয়েছেন আর সামান্য কয়েক ঘণ্টা দেরী হলেই পুরো হাতে সংক্রমণ ছড়িয়ে পড়ত। এমনকি হাত কেটে বাদও দেওয়া লাগতে পারত। ৬০-৭০ মিলিলিটার পুঁজ বের করার পরে তাই হাসপাতালের বিছানায় শুয়েই খেলা দেখলেন সাকিব।
Read More News
ডাক্তার বলেছেন, অ্যান্টিবায়োটিক চলবে প্রায় তিন সপ্তাহ। সুতরাং সংক্রমণ ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সাকিবকে। অন্যদিকে সংক্রমণ ভালো হলে যদি অস্ত্রোপচার করানো হয়, তখন আরো আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। ফলে কমপক্ষে তিন মাস মাঠের বাইরেই থাকছেন সাকিব। সাকিব হাসপাতালে শয্যাশায়ী একজন দর্শকমাত্র। আবারও মাঠে দ্রুতই ফিরে আসবেন এটিই প্রত্যাশা ভক্তদের।
CoinWan Latest Banlga Newspaper