ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম দর্শকনন্দিত ধারাবাহিক ‘সিআইডি’। টানা ২১ বছর ধরে ছোটপর্দার দর্শকদের মন মাতিয়েছে টিভি ক্রাইম শো ‘সিআইডি’। শুধু হিন্দিই নয়, বাংলাসহ কয়েকটি ভাষায় ডাবিং করে এই ক্রাইম শোটি দেখানো হয়। বাংলাদেশেও ‘সিআইডি’ বেশ জনপ্রিয়। চলতি সপ্তাহেই এ ধারাবাহিকটি শেষ হচ্ছে।
‘সিআইডি’ ধারাবাহিকে ইন্সপেক্টর দয়া চরিত্রে দেখা যায় দয়ানন্দ শেঠিকে। সংবাদমাধ্যম মুম্বাই মিররকে দয়ানন্দ নিশ্চিত করেছেন, আগামী ২৭ অক্টোবর সিআইডির শেষ পর্ব সনি টিভিতে প্রদর্শিত হবে। ১৯৯৮ সাল থেকে দর্শকরা এ ধারাবাহিক দেখছেন। ভক্তরা এই শোটি মিস করবেন।
Read More News
ভারতের টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ বছর ধরে চলা ধারাবাহিকগুলোর অন্যতম ‘সিআইডি’। ভারত ছাড়িয়ে বিভিন্ন দেশের দর্শকদের কাছেও এ ধারাবাহিকটি জনপ্রিয়।