জামিন পেল স্বঘোষিত ‘ধর্মগুরু’ রাম রহিম। গত বছর ২০১৭ সালের আগস্ট মাসে জেলে যেতে হয়েছিল তাকে। এক বছর পার হবার আগেই তাকে জামিন দিল পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত।
তবে জামিন পেলেও হাজতের পিছনেই থাকতে হবে ধর্ষক বাবাকে। কেননা, সে জামিন পেয়েছে অনুগামীদের যৌনাঙ্গচ্ছেদনের মামলায়। কিন্তু তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ, তার দায়ে তাকে ২০ বছরের জন্য জেল খাটতে হচ্ছে।
Read More News
জানা যাচ্ছে, ধর্ষণের মামলার পাশাপাশি রাম রহিমের বিরুদ্ধে তার ৪০০ অনুগামীর যৌনাঙ্গচ্ছেদনের অভিযোগ উঠেছিল। রাম রহিম বলত, এভাবেই নাকি সকলে ঈশ্বরকে পাবে।
গত ২৩ অগস্ট ওই মামলায় জামিনের আবেদন করেছিল রাম রহিম। খারিজ হয়ে গিয়েছিল সেই আবেদন। পরে পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতে মঞ্জুর হল সেই আবেদন। কিন্তু জামিন পেয়েও লাভ হল না। ধর্ষণের দায়ে আপাতত জেলেই কাটাতে হবে জীবনের একটা বড় অংশ।
CoinWan Latest Banlga Newspaper