বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকার পর আবারও নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিআইডব্লিউটিএ কেন্দ্রীয় দপ্তরের নির্দেশ পাওয়ার পর বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় এবং দূরপাল্লা রুটের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
Read More News
এদিকে, গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে বিরামহীন বৃষ্টিপাত হয় বরিশালসহ দক্ষিণাঞ্চলে। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৬ মিলিটিমার বৃষ্টিপাত রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮ কিলোমিটার। দুপুরের পর সূর্যের দেখা মিলেছে। কেটে গেছে মেঘলা আকাশও।
আবহাওয়া সবশেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশ অতিক্রম করে ক্রমশই দুর্বল হয়ে পড়েছে।
CoinWan Latest Banlga Newspaper