বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের দীর্ঘদিন প্রেম ছিল রিতিক ভাসিনের সঙ্গে। গত জুনে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
সুস্মিতা প্রায় খবরের শিরোনাম হতে যায় তাঁর ফিটনেস ভিডিও জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভিডিওগুলো শেয়ার করেন। ভক্তরা তাঁর শরীরের ফিটনেস ও লাবণ্যে মুগ্ধ। ভক্তরা সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী।
Read More News
কয়েকদিন আগে মুম্বাই বিমানবন্দরে ৪৩ বছর বয়সী বাঙালি সুন্দরীর অভিনেত্রী সঙ্গে এক পুরুষকে দেখা যায়। তাঁর নাম রহমান শল। তিনি মডেলিং করেন। গত আগস্টে মুম্বাইয়ের একটি ফ্যাশন অনুষ্ঠানে দুজনের দেখা হয় এবং প্রথম দর্শনে ভালোলাগা তৈরি হয়। তখন থেকে তাঁরা দুজন সংস্পর্শে আছেন।
মডেল রহমান প্রায়ই সুস্মিতার বাসায় যান এবং এ অভিনেত্রীর দুই কন্যা রিনি ও আলিশার সঙ্গেও ভালো সময় কাটান।
CoinWan Latest Banlga Newspaper