বলিউডের অন্যতম জনপ্রিয় তারকাসন্তান সুহানা খান। অন্তর্জালে তাঁর ভক্তসংখ্যাও কম নয়। প্রায় তিন লাখ ভক্ত ও অনুসরণকারী এ অষ্টাদশীর। তিনি যে ছবিই অন্তর্জালে শেয়ার করেন, তা-ই ভাইরাল হয়ে যায়।
ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে অষ্টাদশী সুহানার ছবি প্রকাশের পর বলিউডপাড়ায় হইচই শুরু হয়। বাবার মতো মেয়েও রুপালি পর্দা কাঁপাবেন, এমনটাই আশা সবার। আর তাই অনেক পরিচালকই চাচ্ছেন, সুহানা তাঁদের হাতে অভিষিক্ত হোন। তবে সুহানা এখনো লেখাপড়া করছেন।
Read More News
শাহরুখ খান ও গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানা। পড়াশোনার পরই সুহানা অভিনয়ে আসবেন বলে জানিয়েছেন শাহরুখ খান।
সময় পেলেই সুহানা খান বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, ছবি তোলেন। সুহানা লন্ডনের কলেজে লেখাপড়া করেন। বাবা শাহরুখ খান মাঝেমধ্যে আদরের কন্যাকে দেখতে যান। শাহরুখের মতোই সুহানা বেশ স্টাইলিস্ট। লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করেন সুহানা, আর সেসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট দেন।
CoinWan Latest Banlga Newspaper