যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বপ্না পাব্বি। তনুশ্রীর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তাঁকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। একটি ছবির শুটিং চলাকালে তিনি আপত্তিকর পরিস্থিতির শিকার হন।
তনুশ্রীর অভিযোগের পর বলিউডেও এখন চলছে মি টু ঝড়।
Read More News
২০১৫ সালে ‘খামোশিয়ান’ ছবি দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু অভিনেত্রী স্বপ্না পাব্বি। দীর্ঘ বিবৃতিতে স্বপ্না বলেন, একটি গান ও নাচের শুটিং চলাকালে ‘অস্বস্তিকর’ বিকিনি পরতে তাঁকে জোরজবর করা হয়েছিল এবং তিনি এটা তাঁর স্টাইলিস্টকে বলেছিলেন।
পাব্বি আরো বলেন, ওই প্রকল্পের প্রযোজক ছিলেন পুরুষ। তাঁকে বলেছিলেন তাঁর সঙ্গে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। এরপর তিনি প্রচণ্ড রেগে যান এবং ব্রা ছুড়ে ফেলে দেন।
যৌন হেনস্তার বিরুদ্ধে বলিউডের অনেক তারকাই এখন সোচ্চার। তাঁরা বলছেন, নারী বা পুরুষ, সে যেই হোক নিরাপদ কাজের পরিবেশ মানুষের মৌলিক অধিকার।
বলিউড তারকা স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, রাভিনা ট্যান্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর আহুজা, ফারহান আখতার, সিদ্ধার্থ, বীর দাস, টুইঙ্কেল খান্না, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভার, ফ্রিদা পিন্টো, কাজল, অর্জুন কাপুর, পরিণীতি চোপড়াসহ অনেকেই তনুশ্রীর পক্ষে মত দিয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper