ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। তার কিছু পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভার কাজ।
আজ শুক্রবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে আগে থেকেই উদ্যানে সমবেত হয় নেতাকর্মীরা। পরে উদ্যানে নামাজের অনুমতি না পেয়ে তারা উদ্যান ছেড়ে বেরিয়ে যায়। তবে স্বেচ্ছাসেবকরা উদ্যানের ভেতরেই নামাজ আদায় করতে পেরেছেন। দুপুর ১টার দিকে উদ্যানের ভেতরে থাকা স্বেচ্ছাসেবকদের নামাজে দাঁড়ানোর জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। মূল মঞ্চের সামনে নামাজ পড়তে আহবান জানানো হয়।
Read More News
পরে নামাজ শেষে আবারও উদ্যানে এসে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। মূল মঞ্চের সামনে এসে বসে পড়ে কেউ কেউ। একপর্যায়ে প্রায় পুরো মাঠই ভরে যায়। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা মূল মঞ্চের সামনে কাউকেই যেতে দিচ্ছেন না।
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দায়িত্বরত শাহবাগ থানা পুলিশ বলেন, ‘দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ অনুমতি। নিরাপত্তার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। এখন পর্যন্ত আশা করছি, কোনো ধরনের ঝামেলা হবে না এখানে।’
CoinWan Latest Banlga Newspaper