কলকাতার মেয়ে নয়না গঙ্গোপাধ্যায় চরিত্রহীন ছবিতে খেলোমেলা দৃশ্যে অভিনয় করেছেন। ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকে ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার ছবি। বলিউড পরিচালক রাম গোপাল ভর্মা পরিচালিত ‘ম্যারি বেটি সানি লিওন বাননা চাহতি হ্যায়’ স্বল্প দৈর্ঘের ছবিতেই প্রথম অভিনয় করছিলেন। এরপর লম্বা বিরতি নিয়ে আবারও ফিরেছেন নয়না। আর ফিরেই চমকে দিয়েছেন।
‘চরিত্রহীন’ এর পরিচালক দেবালয় ভট্টাচার্য সেই রাম গোপাল ভর্মার স্বল্প দৈর্ঘের ছবি দেখার পরই নয়নাকে প্রস্তাব দিয়েছিলেন কিরণময়ী চরিত্রে অভিনয়ের জন্য। চরিত্রহীন-এর গল্প শোনার পর নয়নার সেটা পছন্দ হয় এবং তিনি কিরণময়ী নামের চরিত্রটা করতে রাজিও হন।
Read More News
ছবিতে তাঁর অভিনয় নিয়ে নয়না জানিয়েছেন, অতীতে এমন বোল্ড দৃশ্যে আমি অভিনয় করিনি। গল্পের প্রয়োজনেই আমাকে খোলামেলা দৃশ্য করতে হয়েছে। প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সাবলীল অভিনয় করেছি।
তবে সাহসী হলেও স্ক্রিনে কখনই নগ্ন হবেন না নয়না। ছবির প্রয়োজন হলেও না। পরিবারের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নায়িকা।
CoinWan Latest Banlga Newspaper