ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। বুধবার দিবাগত রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়ে পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল। দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের। সবাই তার জন্য দোয়া করবেন।
Read More News
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা। তাদের একমাত্র কন্যা আরশিয়া উমাইজা।