শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবির সেটে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মুম্বই পুলিশ জানিয়েছে, বিকেলে যখন অগ্নিকাণ্ড ঘটে, তখন শাহরুখ খান সেটে নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের পাশেই ছিলেন আলিয়া ভাট।
জানা গেছে, ওই সময় ‘জিরো’ ছবির একটা গানের দৃশ্যের শুটিং হচ্ছিল। কিন্তু বলিউডের বাদশার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের পর তিনি সেট থেকে বের হয়ে যান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণও জানা যায়নি।
Read More News
তবে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে দমকলের পাঁচটি গাড়িকে আগুন নেভাতে হিমশিম খেতে হয়। অগ্নিকাণ্ডে বৈদ্যতিক নানা উপকরণ, পর্দা, দড়ি, শুটিংয়ের নানা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় সেটের ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে। সেটে ধোঁয়া দেখে দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান, আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। এই ছবিতে শাহরুখ খান এক বামনের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ২১ ডিসেম্বর মুক্তি পাবে।
CoinWan Latest Banlga Newspaper