নিউ ইয়র্কে চিকিৎসা চলছে ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। চিকিৎসার জন্য কেমোথেরাপি নিতে হচ্ছে অভিনেত্রীকে। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর জীবনের নানান মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী।
Read More News
ক্যান্সারে আক্রান্ত সোনালির বেশিরভাগ সময় কাটছে বই পড়ে। আপাতত ‘A Little Life’ নামে একটি বই পড়া শুরু করতে চলেছেন সোনালি। তিনি জানিয়েছেন, তাঁর দৃষ্টি শক্তি কেমোথেরাপির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগের বইটি শেষ করতে তাঁর বেশ কিছুটা সময় লেগে গেছে। কারণ, একটানা তিনি পড়ে উঠতে পারছিলেন না।
CoinWan Latest Banlga Newspaper