ইতালির লেক কোমো বিয়ের অনুষ্ঠান শেষে মুম্বাই ফিরেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালিতে কনকানি ও সিন্ধি রীতিতে দুইবার বিয়ে করেন তারা। আজ রবিবার সকালে মুম্বাই বিমানবন্দরে নামার পর নবদম্পতি হাসিমুখে ছবি তোলেন।
Read More News
এসময় কুর্তা-পাজামার সঙ্গে লাল রঙের জ্যাকেট পরেছিলেন রণবীর। কামিজ ও সালোয়ারের সঙ্গে মিলিয়ে লাল রঙের ওড়না ছিল দীপিকার গায়ে। সিঁথিতে সিঁদুর, হাতে মেহেদির রঙ। দু’জনেই ছিলেন হাস্যোজ্জ্বল।
ইতালিতে আয়োজিত বিয়ের মূল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা ছিল খুব কম। মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা বেশ ঝমকালো করে আয়োজন করা হবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে হাজির থাকবেন বলিউডের সব তারকারা।
CoinWan Latest Banlga Newspaper