২ নভেম্বর শাহরুখ খানের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে ‘জিরো’ ছবির দুটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। এ ছবিতে বামন হিসেবে হাজির হচ্ছেন শাহরুখ। একটি পোস্টারে দেখা গেছে বামন শাহরুখের দিকে তাকিয়ে আছেন দীর্ঘকায় ক্যাটরিনা কাইফ। লার রঙের পোশাকে বেশ গ্ল্যামারাস লাগছে ৩৫ বছরের ক্যাটরিনাকে। পোস্টারটির সঙ্গে মজার একটি লাইন জুড়ে দিয়েছেন শাহরুখ, ‘আমি চাঁদকে খুব কাছ কাছ থেকে দেখেছি।’
Read More News
দ্বিতীয় পোস্টারটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে ছবির অপর নায়িকা আনুশকা শর্মাকে। হুইল চেয়ারে বসে হাসছেন আনুশকা, তার সঙ্গে মজার ভঙ্গিতে বসে আছেন শাহরুখ। এ পোস্টার প্রকাশ করে শাহরুখ লিখেছেন, এই পুরো বিশ্বে আমার সমান এই একজনই তো আছে…
আজ শুক্রবার ‘জিরো’ ছবির ট্রেইলারও প্রকাশ করা হবে। আনন্দ এল. রাই পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর।
CoinWan Latest Banlga Newspaper