বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করে আরো একবার দেশের সেবা করার সুযোগ দেবেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। এই চেতনা ধারণ করেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, খুনি ও সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে এবং তাদের প্রার্থী করেছে, তাদের সমুচিত জবাব দেওয়ার জন্যই আপনারা নৌকায় ভোট দেবেন।
Read More News
ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী সড়ক মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেন।
CoinWan Latest Banlga Newspaper