বুধবার রাতে প্রিয়াঙ্কা মুম্বাই বিমানবন্দরে যান স্বামীকে বিদায় জানাতে। নিক আমেরিকায় যাচ্ছেন। এর আগে বুধবার ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে হাজির হন নবদম্পতি প্রিয়াঙ্কা-নিক। ইশার বিয়ের পর ওমানে স্বল্পবিরতির মধুচন্দ্রিমায় যান প্রিয়াঙ্কা-নিক।
Read More News
বিয়ের পর দিল্লিতে আয়োজিত হয় তাঁদের প্রথম বিবাহোত্তর অভ্যর্থনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবযুগলকে গোলাপ দিয়ে শুভকামনা জানান তিনি। এর পর ডেটিং অ্যাপ ‘বাম্বল’ উদ্বোধন করেন প্রিয়াঙ্কা। এই অ্যাপে বিনিয়োগ করেছেন তিনি।
দিল্লির পর এবার আরেকটি অভিজাত অভ্যর্থনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুম্বাইয়ে হবে সে আয়োজন। গতকাল তা নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা ও নিক। মুম্বাইয়ে অভ্যর্থনার মধ্য দিয়ে সম্ভবত শেষ হতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিবাহের উৎসব। এতে উপস্থিত থাকবেন তাঁদের বন্ধু, পরিবারের সদস্য ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা।
আগামী ২০ ডিসেম্বর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে আয়োজিত হবে এ অনুষ্ঠান। রাত ৯টায় হোটেলের বলরুমে পার্টি শুরু হবে।
CoinWan Latest Banlga Newspaper