জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পক্ষ থেকে যে ১৭টি সংসদীয় আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, চূড়ান্ত প্রার্থী বাছাই করেছে।
যাঁদের নাম নেই, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হাইকমান্ড নির্দেশ দিয়েছে।
Read More News
১৭ আসনে নৌকার প্রার্থী হলেন সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১), শফিকুর রহমান (চাঁদপুর-৪), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), এ কে এম শাহজাহান (লক্ষ্মীপুর-৩), নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), আবুল কালাম আজাদ (জামালপুর-১), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), মো. মোজাফ্ফর হোসেন (জামালপুর-৫), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজি সেলিম (ঢাকা-৭), আকবর হোসেন পাঠান (ফারুক) (ঢাকা-১৭), নুরুল আমিন (চাঁদপুর-২), ছোট মনির (টাঙ্গাইল-২)।